বাংলাদেশ ইস্যুতে বাইডেনের সঙ্গে যে আলোচনা করলেন মোদি
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৯:৪৮ AM , আপডেট: ২৭ আগস্ট ২০২৪, ০৯:৪৮ AM
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদির টুইটারে লিখেছেন— আজ জো বাইডেনের সঙ্গে ফোনে কথা হয়েছে। ইউক্রেনের পরিস্থিতিসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে আমাদের বিশদ মতবিনিময় হয়েছে। আমি শান্তি ও স্থিতিশীলতার দ্রুত প্রত্যাবর্তনের জন্য ভারতের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছি।
মোদি আরও লিখেছেন, আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আলোচনা করেছি এবং সেখানে দ্রুত স্বাভাবিকতা পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি। বাংলাদেশে সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছি।
শেখ হাসিনার পদত্যাগের পরে বাংলাদেশ ইস্যুতে এই প্রথম পরস্পরের সঙ্গে কথা বললেন মোদি ও বাইডেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেওয়ায় গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন।