২০ বছর একসঙ্গে সংসার করার পর স্বামী জানলেন তিনি অন্যের স্ত্রী
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৪:০৭ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৪, ০৪:০৭ PM
সিনেমার কাহিনিই যেন বাস্তবজীবনে ঘটেছে বলিউড অভিনেতা দীপক তিজোরির জীবনে। যিনি আশিকি, যো জিতা ওহি সিকান্দারের মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন, তার জীবনই কিনা সিনেমার কাহিনিকেও হার মানিয়ে দিল।
শিবানী তোমরের সঙ্গে দীপকের ২০ বছরের দাম্পত্য জীবন। এ বিয়ের পর প্রায় ২০ বছর একসঙ্গে এ দম্পতি একসঙ্গে জীবন কাটিয়ে দেন। তবে হঠাৎ করে একদিন নিজেদের মধ্যে ঝগড়া কেন্দ্র আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন দীপক ও শিবানী।
অভিনেতা দীপক তিজোরি স্ত্রীকে ডিভোর্স দেওয়া নিয়ে আইনজীবীর সঙ্গে কথা বলতে গিয়েই মাথায় আকাশ ভেঙে পড়ে। তিনি জানতে পারেন, শিবানী তোমর প্রথম স্বামীর সঙ্গে আইনি বিবাহবিচ্ছেদ করেননি। যার ফলে আইনগতভাবে তখন পর্যন্ত প্রথম স্বামীর বৈধ স্ত্রী ছিলেন তিনি।
দীপক তিজোরি বলেন, এমনটিও কি সম্ভব? বাড়িতে যাকে স্ত্রী ভেবে একসঙ্গে ২০ বছর একই ছাদের নিচে পার করে দিলাম, পরে জানতে পারলাম আইনগতভাবে সে আমার বৈধ স্ত্রী নয়।
এমন ঘটনায় বড় ধাক্কা খান দীপক। যার সঙ্গে এতদিন সংসার করছেন, সেই বিয়েই নাকি আইনসিদ্ধ নয় ৷ এবার স্ত্রীর প্রতারণার এ বিষয়টি কাটিয়ে না উঠতেই দীপককে আরও একটি বড় ধাক্কা দেন শিবানী। বিবাহবিচ্ছেদের দাবি করে মোটা টাকা ভরণপোষণ দাবি করেন তিনি। তার দাবি ছিল— বিচ্ছেদের পর সব খরচ দীপক বহন করবে। আর সেটি চাওয়ার অধিকার রয়েছে।
বেআইনি বিয়ের সঙ্গে অবাস্তব আবদার মেনে নেন দীপক। কারণ তাদের মেয়েরা সেই সময়ে নাবালিকা ছিল। যে কারণে নতুন কোনো ঝামেলা সৃষ্টি করতে চাননি অভিনেতা।
দীপকের এক বন্ধু জানান, শিবানী তার আগের স্বামীকে ডিভোর্স দেননি ৷ ২০ বছর একসঙ্গে কাটানোর পর প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ না হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর দীপকও শিবানীর সঙ্গে আর এক ছাদের নিচে না থাকার সিদ্ধান্ত নেন।