অবশেষে ধর্ণা প্রত্যাহার পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকদের
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৭ AM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৭ AM
এক মাসেরও বেশি সময় পরে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্না প্রত্যাহার করে নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। শুক্রবার স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন তারা। মিছিল শেষে ধর্না প্রত্যাহারের কথা জানানো হয়। খবর আনন্দবাজার অনলাইন।
আরজি হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে নামে। তাদের এই আন্দোলনের জেরে কলকাতার পুলিশ কমিশনার, ডিসি (নর্থ) এবং স্বাস্থ্য দপ্তরের ডিএমই, ডিএইচএস বদল করেছে রাজ্য সরকার। সে অর্থে আন্দোলনকারীদের ‘বড় মাপের জয়’ হয়েছে। কিন্তু তার আগে ৪৩ দিনের ইতিহাস দেখেছে অন্দরের টানাপড়েন, মতানৈক্য এবং দ্বন্দ্ব।
আরজি করে ফিরে আন্দোলনকারীরা বলেন, ‘আমাদের আন্দোলনের চাপে গ্রেপ্তার হয়েছেন আরজি করের কুখ্যাত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। টালা থানার ওসি। পদচ্যুত হয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তা ছাড়া হাসপাতালের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে বেশ কিছু নির্দেশিকা পেলেও বহু দাবি পূরণ হওয়া এখসো। তার মধ্যে মূল হল চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার।’
আন্দোলনকারীরা আরো বলেন, ‘এই আন্দোলনের সঙ্গে জুড়েছিলেন এমন প্রচুর মানুষ, যারা এখন বন্যাবিধ্বস্ত। আমরা তাদের জন্য অভয়া ত্রাণশিবির খুলেছি। সেখানে চিকিৎসা পাচ্ছেন তারা। আমরা আগামীকাল (শনিবার) থেকে জরুরি পরিষেবা দিতে ফিরছি। আজও আমাদের জেনারেল ইমার্জেন্সি বিভাগ ধ্বংসস্তুপের আকারেই রয়েছে।’