শ্রীলংকার প্রেসিডেন্ট হওয়ার পথে দিসানায়েক
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪২ AM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪২ AM
শ্রীলঙ্কার নবম প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়ে আছেন মাক্সবাদী হিসেবে পরিচিত দেশটির ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতা অনুড়া কুমার দিসানায়েকে। ২২ টি নির্বাচনী জেলার মধ্যে সাতটির ঘোষিত ফলাফল অনুসারে, অনুড়া কুমার দিসানায়েকে ৫৬ শতাংশ ভোট পেয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রধান বিরোধীদলীয় নেতা সজিথ প্রেমাদাসা এবং বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ ১৯ শতাংশ ভোট পেয়ে পিছিয়ে আছেন।
রোববার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গতকাল শনিবার শ্রীলঙ্কার ২২টি আসনের ১৩ হাজার ৪০০ ভোটকেন্দ্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হয়। গণঅভ্যুত্থানে গোতাবায়া রাজাপক্ষের সরকারের পতনর পর এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হলো শ্রীলঙ্কায়। স্থানীয় সময় শনিবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল চারটায়। রোববার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনের প্রতিবেদন অনুযায়ী, ১ কোটি ৭০ লাখ ভোটারের মধ্যে প্রায় ৭৫ শতাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ২০১৯ সালে দেশটির সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পড়েছিল ৮৩ দশমিক ৭২ শতাংশ।
এদিকে ভোট শেষ হওয়া পর শনিবার রাতে শ্রীলঙ্কার কারফিউ ঘোষণা করা হয়। পুলিশ জানায়, জননিরাপত্তার স্বার্থে আট ঘণ্টার কারফিউ জারি করেছে তারা।
প্রেসিডেন্ট নির্বাচনের নতুন আইন অনুযায়ী, একজন ভোটার তিন প্রার্থীকে ভোট দিতে পারবেন। কোনো একজন প্রার্থী কমপক্ষে ৫০ শতাংশ বা এর চেয়ে বেশি ভোট পেলে, তাঁকে বিজয়ী ঘোষণা করা হবে। আর কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পেলে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফা (রান-অফ) ভোট হবে।
শ্রীলঙ্কার এবারের প্রেসিডেন্ট নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৩৯ জন। তবে ভোট গ্রহণ শেষে এখন আলোচনায় তিনজনের নাম শোনা যাচ্ছে। তাঁদের মধ্যে এগিয়ে আছেন মার্ক্সবাদী হিসেবে পরিচিত ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতা অনুড়া কুমারা দিসানায়েক। তারপর রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। তৃতীয়জন বিরোধী দল সঙ্গী জন বালাওয়াগার (এসজেবি) নেতা ও গুপ্তহত্যার শিকার সাবেক প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসার ছেলে সাজিথ প্রেমাদাসা।