পরীক্ষা দিয়ে ফেরার পথে বজ্রপাতে ৬ শিক্ষার্থীর মৃত্যু
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০১ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০১ PM
ভারতে ছত্তীসগঢ়ে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ৬ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা সবাই একাদশ শ্রেণির ছাত্র। বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে গাছের তলায় আশ্রয় নেয় সবাই। সে সময়ই বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়া বজ্রপাতে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে সোমবার ছত্তীসগঢ়ে বজ্রপাতে আটজনের মৃত্যু হয়।
জেলাশাসক সঞ্জয় আগরওয়ালের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, পরীক্ষা দিয়ে স্কুল থেকে ফেরার পথে বৃষ্টির হাত থেকে বাঁচতে গাছের তলায় আশ্রয় নিয়েছিল তারা। সেখানেই বিপদ ঘটে। রাজনন্দগাঁওয়ের পুলিশ সুপার মোহিত গর্গ জানিয়েছেন, আরও একজন বজ্রপাতে আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
রাজ্য সরকার মৃতদের পরিবারের জন্য চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। এ ছাড়াও আহতদের জন্য নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছে সরকার। পাশাপাশি, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সকলকে সতর্ক থাকার কথাও বলা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে রাজ্যবাসীদের বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মাঠ, ফাঁকা রাস্তায় কিংবা গাছের নীচে থাকতে নিষেধ করা হয়েছে।