ভারত আর চীনের মাঝে পড়ে ‘স্যান্ডউইচ’ হতে চায় না শ্রীলঙ্কা : প্রেসিডেন্ট
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৯ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৯ PM
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরপরই আগামী দিনের পররাষ্ট্রনীতি নিয়ে মুখ খুললেন নতুন প্রেসিডেন্ট অনুরাকুমার দিশানায়েকে। শ্রীলঙ্কার একটি ম্যাগাজ়িনকে দেওয়া সাক্ষাৎকারে এই বামপন্থী নেতা বলেছেন, ‘আমরা স্যান্ডউইচ হতে চাই না। বিশেষত চীন এবং ভারতের মধ্যে।’
মনে করা হচ্ছে, এই মন্তব্যের মধ্য দিয়েই আগামী দিনে শ্রীলঙ্কার অবস্থান তথা বৈদেশিক নীতি স্পষ্ট করতে চেয়েছেন তিনি।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নয়াদিল্লি এবং বেইজিংয়ের প্রভাব বিস্তারের লড়াইকে স্বীকার করে নিয়ে দিশানায়েকে সাক্ষাৎকারে বলেন, ‘আমরা ওই ভূ-রাজনৈতিক লড়াইয়ে অংশ নিচ্ছি না। আমরা কোনও পক্ষের সঙ্গে জোটও বাঁধছি না।”
তবে ভারত এবং চীন উভয় দেশকেই ‘গুরুত্বপূর্ণ বন্ধু’ বলে স্বীকৃতি দিয়েছেন দিশানায়েকে। তিনি বলেন, ‘দুই দেশই আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু। আমরা দুই দেশের সঙ্গেই আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির বিষয়ে আশাবাদী। এর পাশাপাশি আমরা ইউরোপীয় ইউনিয়ন, পশ্চিম এশিয়া এবং আফ্রিকার সঙ্গেও সম্পর্ক বজায় রাখব।’
গত রোববার ২২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন বামপন্থী নেতা দিশানায়েকে। নির্বাচনী লড়াইয়ে থাকা ৩৮ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পান বামপন্থী জোট পিপলস লিবারেশন ফ্রন্ট (জেভিপি)-এর নেতা দিশানায়েকেই (৪২.৩১ শতাংশ)। অন্যদিকে, দেশের বিদায়ী প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে পান মাত্র ১৭.২৭ শতাংশ ভোট। ভোট শতাংশের নিরিখে তিনি নেমে যান তৃতীয় স্থানে।