নিলামে উঠছে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪২ AM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪২ AM
লোকসানের মুখে থাকা পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আগামী ১ অক্টোবর এক নিলামের মাধ্যমে এটি বিক্রি করা হবে। খবর- রয়টার্স
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের জাতীয় পরিষদের প্রাইভেটাইজেশন কমিটির বরাত দিয়ে বেসরকারি টেলিভিশন এআরওয়াইয়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জাতীয় পরিষদের সদস্য ফারুক সাত্তার বলেছেন, আগামী মাসের প্রথম দিন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) নিলাম হবে। এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেওয়া সংস্কারের শর্ত অনুযায়ী, লোকসানে থাকা রাষ্ট্রায়ত্ত এয়ারলাইনসের ৫১ থেকে ১০০ শতাংশ পর্যন্ত শেয়ার বিক্রি করে দেওয়ার ঘোষণা দিয়েছিল পাকিস্তান সরকার।