যুক্তরাষ্ট্র ও ইউরোপের সহযোগে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব লঙ্ঘন করছে নেতানিয়াহু: ফরাসি এমপি

হিজবুল্লাহ
  © সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত গাজায় গণহত্যাযজ্ঞ চালানোর পর এবার লেবাননেও গণহত্যা শুরু করেছে দখলদার ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৭০০ এর অধিক লেবানিজ নিহত হয়েছেন। ইসরায়েলি এই হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহও নিহত হয়েছেন। আজ শনিবার এই তথ্য নিশ্চিত করেছে হিজবুল্লাহ।

"লেবাননে চলমান গণহত্যার মাত্রা দেখে আতঙ্কিত" বলে জানিয়েছেন জিন-লুক মেলেনচন নামে একজন বামপন্থী ফরাসি রাজনীতিবিদ এবং ইউরোপীয় পার্লামেন্টের প্রাক্তন সদস্য। আজ শনিবার এক্স-এর একটি পোস্টে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “নেতানিয়াহু ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জড়িত হয়ে পুরো অঞ্চল জুড়ে রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন করছেন।" গাজায় গণহত্যা সীমাহীনভাবে ছড়িয়ে পড়ছে বলেও জানান তিনি।

এছাড়া ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে, "হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহর হত্যার নিশ্চিতকরণের পর" কোনো অস্থিতিশীলতা এড়াতে তারা লেবানিজ কর্তৃপক্ষ এবং এই অঞ্চলে ফ্রান্সের অংশীদারদের সাথে যোগাযোগ করছে।

বেসামরিক নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে বলেও জোর দিয়েছে মন্ত্রণালয়।

এদিকে হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহর নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে হামাস। ইরাক তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

সূত্র: আল জাজিরা