এবার ইসরাইলি বিমান হামলায় আহত ৩ বাংলাদেশি

ইসরাইলি
  © ফাইল ছবি

এবার ইসরাইলি বিমান হামলায় লেবাননে আহত তিন বাংলাদেশি। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এরমধ্যে ২৪ ঘণ্টায় লেবাননে নিহত হয়েছে ১০৫ জন। আহত হয়েছে তিনশতাধিক।

রবিবার (২৯ সেপ্টেম্বর) প্রথমবারের মতো লেবাননের রাজধানী বৈরুতের কলা জেলায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। মুহুর্মুহু রকেট আর বিমান হামলায় কেঁপে উঠে আশপাশের এলাকা। সাধারণ লেবাননবাসী প্রাণে বাঁচাতে অন্যত্র পাড়ি জমাচ্ছে। যদিও অনেকের ঠিকানা এখন রাস্তা। সেখানেই রাত কাটাচ্ছেন তারা। স্থল অভিযানের জন্য সীমান্তে সেনা সংখ্যা বাড়াচ্ছে ইসরাইল। যে কোনো সময় হতে পারে অভিযান।

এদিকে, লেবাননের পাশাপাশি পশ্চিম ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। হামলা চালানো হয় রাস ইসা ও হোদেইদা সমুদ্রবন্দরে। ইসরাইলের এসব হামলায় কমপক্ষে চারজন প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে তিনজন বিদ্যুৎ প্রকৌশলী ও একজন বন্দর কর্মী। এ ঘটনায় নিন্দা জানিয়েছে ইরান।

তথ্য: তার্কি টুডে