মোসাদ সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহর

ইসরায়েল
  © সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত গাজার পর এবার লেবাননেও স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েল। এদিকে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের গিলত সামরিক ঘাঁটি ও তেলআবিবের নিকটবর্তী মোসাদ সদরদপ্তরে হামলা চালিয়েছে। ফাদি-৪ রকেট ব্যবহার করে এই হামলা চালানো হয়। 

ইসরায়েল জানিয়েছে, লেবানন থেকে তেলআবিবে আছড়ে পড়া রকেটের আঘাতে বেশ কয়েকজন বসতিস্থাপনকারী আহত হয়েছে। যুদ্ধের শুরু থেকে এটা হিজবুল্লাহর চালানো অন্যতম বড় হামলা বলেই দাবি করা হচ্ছে।

হিজবুল্লাহ এর আগে জানিয়েছিল, তারা লেবাননে ইসরায়েলের মারাত্মক হামলার প্রতিশোধ নিতে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তর অংশে আর্টিলারি এবং রকেট হামলায় ইসরায়েলি সেনাদের সমাবেশকে লক্ষ্যবস্তু করেছে।
আজ মঙ্গলবার প্রকাশিত পৃথক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, শত্রু সেনাদের জমায়েত লক্ষ্য করে তারা মেতুল্লা, আভিভিম এবং রোশ পিনা বসতিতেও হামলা চালিয়েছে। 

হিজবুল্লাহ ফালাক-২ রকেট দিয়ে ডোভিভ ব্যারাক এবং রকেটের ঝাঁক দিয়ে রোশ পিনা বসতির কাছে ইসরায়েলি বাহিনীর জমায়েতকেও লক্ষ্য করে।