লেবাননের আস সিরত টিভি চ্যানেলের হেডকোয়ার্টার ধ্বংস করলো ইসরায়েল
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৫:৩২ PM , আপডেট: ০১ অক্টোবর ২০২৪, ০৫:৩২ PM
ফিলিস্তিনের পাশাপাশি এবার লেবাননেও পূর্ণমাত্রায় হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েলি যুদ্ধবিমান বৈরুতে একটি টেলিভিশন চ্যানেলের সদর দফতরে আক্রমণ করেছে, যাকে সংঘাতের সময় লেবাননের একটি মিডিয়া প্রতিষ্ঠানকে প্রথম লক্ষ্যবস্তু হিসাবে বর্ণনা করা হয়েছে।
সোমবার দিনের শেষে ইসরায়েলি হামলায় বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহপন্থী আস-সিরাত টিভি চ্যানেলের ভবনকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে।
আজ মঙ্গলবার (০১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে আনাদোলু এজেন্সির বরাত দিয়ে বলা হয়, হামলার কিছুক্ষণ আগে ইসরায়েলি সেনাবাহিনী কর্মীদের চলে যাওয়ার নির্দেশ দেয়। তারা দাবি করে যে সাইটটি "যুদ্ধের উপায়" তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে।
যদিও হিজবুল্লাহ আস-সিরাত অফিসসহ বেসামরিক ভবনগুলির ভিতরে অস্ত্র সংরক্ষণের কথা অস্বীকার করেছে।
হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।