ইরানের মিসাইল ছোঁড়ার পর গাজায় হামলা তীব্র করেছে ইসরায়েল
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৮:১৯ PM , আপডেট: ০২ অক্টোবর ২০২৪, ০৮:১৯ PM
ইরানের পাল্টা জবাবের পর গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
এসব হামলায় উপত্যকার মধ্য, উত্তর এবং কেন্দ্রীয় অংশে বেসামরিক নাগরিকদের মধ্যে মৃত্যু ও হতাহতের হার খুবই বেশি। আজ বুধবার (০২ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বুরেজ শরণার্থী শিবিরের একটি বেসামরিক বাড়িতে হামলা চালানোর পর আক্রান্তদের উদ্ধারে সেখানে অ্যাম্বুলেন্স ছুটে চলেছে। এ পর্যন্ত অন্তত তিন ফিলিস্তিনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দক্ষিণে খান ইউনিসের শহরেও ভয়াবহ আক্রমণ চালিয়েছে দখলদার দেশটি। চিকিৎসা সূত্র আল জাজিরাকে নিশ্চিত করেছে যে গতকাল সন্ধ্যা থেকে শুধু খান ইউনিসে ৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
গাজার কেন্দ্রীয় অঞ্চলে, কমপক্ষে ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং স্ট্রিপের উত্তরে, কমপক্ষে ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
বিশেষ করে রক্তাক্ত হামলা নুসিরাতেও হয়েছিল যেখানে জাতিসংঘ পরিচালিত একটি উদ্ধার কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। সেখানে কমপক্ষে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
ফিলিস্তিনি এতিমদের জন্য প্রয়োজনীয় যত্ন প্রদানের জন্য বরাদ্দকৃত উদ্ধার কেন্দ্র, এমনকি প্রতিষ্ঠানগুলিতেও হামলা হয়েছে।
সামগ্রিকভাবে, গাজার অভ্যন্তরে ইসরায়েলি সামরিক বাহিনীর দ্বারা হামলা খুব তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে, যা এখনও অবধি অব্যাহত রয়েছে।
এদিকে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় "কঠোরভাবে" সাম্প্রতিক ইসরায়েলি হামলার নিন্দা করেছে। এই হামলায় উত্তর গাজার একটি এতিমখানা এবং স্কুল এবং দক্ষিণ শহর খান ইউনিসের একটি আবাসিক বাড়িতে হামলা করে ডজনেরও অধিক বেসামরিক লোককে হত্যা করেছে। সেইসঙ্গে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ফ্রান্স।
প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। তাদের নৃশংস হামলায় এখন পর্যন্ত ৪১ হাজার ৬৮৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৭ হাজারের অধিক শিশু রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯৬ হাজার ৬২৫ জন।