সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাং
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৫:১৫ PM , আপডেট: ১০ অক্টোবর ২০২৪, ০৫:১৫ PM

২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাং। বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেল ৫টার পর তার নাম ঘোষণা করা হয়। তার দারুণ কাব্যময় গদ্যের জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে, যা ঐতিহাসিক ক্ষতগুলোকে সাহসিকতার সঙ্গে তুলে ধরে এবং মানব জীবনের ভঙ্গুরতাকে প্রকাশ করে।
হান কাং ১৯৭০ সালে দক্ষিণ কোরিয়ার গওয়াংজু শহরে জন্মগ্রহণ করেন এবং ৯ বছর বয়সে পরিবারসহ সিউলে চলে যান।
তিনি একটি সাহিত্যিক পরিবার থেকে এসেছেন। তার বাবা একজন প্রখ্যাত ঔপন্যাসিক। লেখালেখির পাশাপাশি তিনি শিল্পকলা ও সঙ্গীতেও নিবেদিত, যা তার সমগ্র সাহিত্যিক কাজের মধ্যে প্রতিফলিত হয়েছে।
১৯৯৩ সালে তিনি "লিটারেচার অ্যান্ড সোসাইটি ম্যাগাজিনে কিছু কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্যিক ক্যারিয়ার শুরু করেন।
তার প্রথম গদ্য প্রকাশিত হয় ১৯৯৫ সালে, যখন তিনি ইয়োসুর প্রেম নামের ছোটগল্পের একটি সংগ্রহ প্রকাশ করেন।
বিস্তারিত আসছে.