প্রথম প্রেমে ভারত-চীন যুদ্ধের বাগড়া, তারপর চিরকুমার রতন টাটা
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৬:২৯ PM , আপডেট: ১০ অক্টোবর ২০২৪, ০৬:২৯ PM

ভারতের অন্যতম শীর্ষ শিল্পপতি রতন নাভাল টাটা মারা গেছেন। ৮৬ বছর বয়সে মারা যাওয়া এই শিল্পপতি ছিলেন চিরকুমার। বেশ কয়েকবার বিয়ের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত আর পরিণতি দেওয়া হয়ে ওঠেনি। এ বিষয়ে তিনি নিজেও একবার মুখ খুলেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের ‘টক এশিয়া’ প্রোগ্রামে তিনি তাঁর বিয়ের বিষয়ে কথা বলেছিলেন। রতন টাটা মনে করতেন, অবিবাহিত থাকা খারাপ কিছু না এবং তিনি বিয়ে করলে পরিস্থিতি আরও জটিল হতো।
রতন টাটা বলেছিলেন, ‘আপনি জিজ্ঞাসা করতে পারেন, আমি কখনো প্রেমে পড়েছি কি না। আমি গুরুত্ব দিয়েই চারবার বিয়ে করার খুব কাছাকাছি পৌঁছেছিলাম। প্রতিবার কোনো না কোনো কারণে ভয়ে পিছিয়ে গিয়েছিলাম বলে আমি মনে করি।’
কখনো প্রেম করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে রতন টাটা বলেছিলেন, হ্যাঁ। এ সময় তাঁর কাছে জানতে চাওয়া হয়, তিনি কতবার প্রেমে পড়েছিলেন। তিনি জবাব দেন, ‘চারবার।’ বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা জানেন, একজনের সঙ্গে আমার প্রেম বেশ গভীর ছিল। তখন আমি মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করছিলাম এবং আমাদের বিয়ে না করার একমাত্র কারণ হলো আমি ভারতে ফিরে এসেছিলাম।’
এ বিষয়ে রতন টাটা আরও বলেন, ‘তাঁরও আমার সঙ্গে আসার কথা ছিল...এবং বছরটি ছিল চীন-ভারত সংঘর্ষের বছর। ভারত ও চীনের মধ্যকার এই সংঘর্ষকে যুক্তরাষ্ট্রে বেশ বড় একটি যুদ্ধ হিসেবে বিবেচনার করা হচ্ছিল বলে তিনি আসেননি এবং পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বিয়ে করেন।’
এই নারী ছাড়াও তিনি আরও যাঁদের প্রেমে পড়েছিলেন, তাঁদের কেউ এখনো মুম্বাইয়ে আছেন কি না—জানতে চাইলে রতন টাটা ইতিবাচক জবাব দেন। তবে তাঁদের বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকার করেন।
এ ছাড়া, ভারতীয় অভিনেত্রী ও টিভি উপস্থাপক, যিনি আবার রতন টাটার ভালো বন্ধুও ছিলেন—সিমি গারেওয়ালের টিভি শো ‘রঁদেভু’তে একবার উপস্থিত হয়েছিলেন রতন এন টাটা। সেখানেও তাঁকে বিয়ের বিষয়ে প্রশ্ন করেছিলেন সিমি। জবাবে প্রয়াত ভারতীয় শিল্পপতি বলেন, ‘একগাদা বিষয় আসলে আমাকে (বিয়ে করতে) বাঁধা দিয়েছিল। বিশেষ করে সময়; সে সময় আমি কাজে ডুবে ছিলাম। আমি কয়েকবার বিয়ের খুব কাছাকাছি গেলেও শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি।’