গাজায় আরও ৩ ইসরাইলি সেনা নিহত

ইসরাইলি
  © সংগৃৃহীত

গাজা উপত্যকায় বৃহস্পতিবার আরও ৩ ইসরাইলি সৈন্য নিহত হয়েছে বলে স্বীকার করেছে দেশটির গণমাধ্যম।

ইসরাইলি সংবাদমাধ্যম হাদশুট বেজমান বৃহস্পতিবার রাতে এক সংক্ষিপ্ত প্রতিবেদনে জানায়, গাজা উপত্যকায় তিনজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন।

এর আগে, হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড এবং সরায়া আল-কুদস ও আল-মুজাহিদিন বাহিনীর সদস্যরা পৃথক বিবৃতিতে জানায় যে, তারা উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকায় বিভিন্ন আক্রমণ, আত্মঘাতী ড্রোন হামলা এবং স্নাইপার দিয়ে ইসরাইলি সৈন্যদের হত্যা ও লক্ষ্যবস্তু করেছে।

এই আক্রমণগুলোর মাধ্যমে বেশ কয়েকজন ইসরাইলি সেনা হতাহত হয়েছেন বলে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীগুলো দাবি করেছে।

এদিকে গাজার স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

এ নিয়ে গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৪২,০৬৫ জন নিহত এবং ৯৭,৮৮৬ জন আহত হয়েছেন।

তথ্য : ইরনা ও আল জাজিরা