পশ্চিম এশিয়ায় সংঘাত বেড়ে যাওয়ায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০২:০১ PM , আপডেট: ২৭ অক্টোবর ২০২৪, ০২:০১ PM
পশ্চিম এশিয়া অঞ্চলে সংঘাত বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি একটি ‘পূর্ণমাত্রার যুদ্ধ প্রতিহত করতে সর্বোচ্চ প্রচেষ্টা’ চালানোরও আহ্বান জানিয়েছেন।
ইহুদিবাদী ইসরাইল শনিবার ভোররাতে ইরানের তিন প্রদেশের সামরিক স্থাপনাগুলোতে আগ্রাসী হামলা চালানোর পর গুতেরেস এ উদ্বেগ প্রকাশ করলেন।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিচ এক বিবৃতিতে একথা জানান। তিনি বলেন, গুতেরেস সকল পক্ষকে সব ধরনের সামরিক তৎপরতা বিশেষ করে গাজা ও লেবাননে সামরিক তৎপরতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ মহাসচিব সংঘাত-সংঘর্ষ এড়িয়ে কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের আহ্বান জানান।
ইরানের তেহরান, খুজিস্তান ও ইলাম প্রদেশের সামরিক স্থাপনাগুলোতে ইহুদিবাদী ইসরাইল হামলা চালিয়েছে বলে ইরানের সশস্ত্র বাহিনী নিশ্চিত করার পর গুতেরেসে উদ্বেগ প্রকাশের খবর পাওয়া গেল। ইসরাইলি হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগ আকাশে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এই বাহিনী বলেছে, ইসরাইলি আগ্রাসনে চার ইরানি সৈন্য শহীদ হয়েছেন।