বাংলাদেশি হিন্দু-মুসলিম নয়, রোহিঙ্গারাই আসামে বেশি অনুপ্রবেশ করছে: মুখ্যমন্ত্রী

আসাম
ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা  © ফাইল ছবি

বাংলাদেশিদের নিয়ে বরাবরই কটাক্ষ করে থাকেন ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের নেতাকর্মীরা। গতকালই দেশটির কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বাংলাদেশিদের নিয়ে বিষ্ফোরক মন্তব্য করেন। এক অনুষ্ঠানে অমিত শাহ বলেন, বাংলাদেশি অবৈধ অনুপ্রেশকারীরা পশ্চিমবঙ্গে ও ভারতে শান্তি প্রতিষ্ঠায় বিঘ্ন সৃষ্টি করছে।

এদিকে ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, ‘বাংলাদেশ থেকে হিন্দু বা মুসলিম নয়, বরং রোহিঙ্গারাই সবচেয়ে বেশি আসামে অনুপ্রবেশের চেষ্টা করছে।’ 

আজ সোমবার (২৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে হিমন্ত এসব কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে হিন্দু ধর্মের মানুষ ভারতে আসার চেষ্টা করবে এমন অনুমান করা হলেও বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে রোহিঙ্গা মুসলিমদের অনুপ্রবেশ বেশি দেখা যাচ্ছে।’ মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে ১০ লাখের বেশি রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। তিনি জানান, গত দুই মাসে বাংলাদেশ থেকে ভারতের আসাম ও ত্রিপুরায় অনুপ্রবেশের চেষ্টাকালে ১৩৮ জনকে শনাক্ত করা হয়েছে। 

বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোকে এমন অনুপ্রবেশ এড়াতে সতর্ক থাকার আহ্বান জানান হিমন্ত বিশ্বশর্মা। সেই সঙ্গে অনুপ্রবেশ করা অভিবাসীদের প্রতিরোধে সক্রিয় ভূমিকা নিতে হবে বলে মন্তব্য করেন আসামের মুখ্যমন্ত্রী।

হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অভিবাসন ঠেকাতে রাজ্যগুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আসাম ও ত্রিপুরা এই দিকে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে।’ তিনি পশ্চিমবঙ্গ সরকারকে বিএসএফকে সহযোগিতা করার এবং অনুপ্রবেশকারীদের শনাক্ত করার আহ্বান জানান।