কুয়েতে ছুরিকাঘাতে বাংলাদেশি খুন

কুয়েত
  © সংগৃৃহীত

কুয়েতের আবু হালিফা এলাকায় আনোয়ার হোসাইন (৪১) নামে এক বাংলাদেশি ছুরিকাঘাতে খুন হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রোববার (২৭ অক্টোবর) আমানকো কোম্পানির একটি ভবনের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

নিহত আনোয়ার যশোরের সদর উপজেলার কোতায়ালী থানার চাঁদাপাড়া গ্রামের মিকাইল মোল্লার ছেলে। কুয়েতের আমানকো কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছুরিকাঘাতে আহত ব্যক্তি মারা যান।

এ ঘটনায় প্রাথমিকভাবে স্থানীয় কয়েকজনকে বাসিন্দাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। অপরাধের পেছনের উদ্দেশ্য এবং ঘটনার সঙ্গে সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য অনুসন্ধানে তদন্ত চলছে।