আটকে গেল ভারতের গগনযান অভিযান
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০২:৫৭ PM , আপডেট: ২৯ অক্টোবর ২০২৪, ০২:৫৭ PM
পিছিয়ে গেছে মহাকাশে ভারতীয় নভোশ্চর পাঠানোর অভিযান। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তার কারণে গগনযান অভিযান ২০২৫ সালে হচ্ছে না। তবে ২০২৬ সালে এই অভিযান করার কথা ঘোষণা করা হয়েছে।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ ‘চন্দ্রযান-৪’ এবং ‘নিসার’-এর উৎক্ষেপণ সূচিও ঘোষণা করেছেন। ২০২৫ সালে হতে চলেছে ভারত-আমেরিকার যৌথ অভিযান ‘নিসার’।
সোমনাথ আরও বলেন, জাপানের মহাকাশ সংস্থা জাক্সা (জেএএক্সএ)-র সঙ্গে একটি যৌথ চন্দ্রাঅভিযানের পরিকল্পনাও করছে ইসরো। অভিযানের নাম হবে ‘চন্দ্রযান-৫’।
যদিও ওই অভিযানের কোনও তারিখ এখনও জানায়নি ইসরো। ২০১৮ সালের ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রথম ‘গগনযান’ প্রকল্পের ঘোষণা করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ইসরোর তৎকালীন চেয়ারম্যান কে সিভন জানিয়েছিলেন, ২০২২ সালে শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে ওই মহাকাশযান উৎক্ষেপণ করা হবে। তাতে থাকবেন তিন জন ভারতীয় মহাকাশচারী। অভিযান সফল হলে রাশিয়া, আমেরিকা ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে মহাকাশে গবেষণার উদ্দেশ্যে নভোশ্চর পাঠাবে ভারত।
তবে শেষ মুহূর্তে পিছিয়ে যায় সেই অভিযান। ইসরোর পক্ষ থেকে সোমনাথ জানিয়ে দেন, নিরাপত্তার কারণে ২০২৪ সালের আগে অভিযান হচ্ছে না। তবে আসল অভিযানের আগে একাধিকবার মহড়া দেবে ইসরো। নাসার নভোশ্চর কল্পনা চাওলার ‘কলম্বিয়া’ মহাকাশযানটি পৃথিবীতে ফেরার পথেই ‘হিট শিল্ড’-এ সমস্যা দেখা দেওয়ায় বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণে জ্বলে গিয়েছিল। প্রাণ হারান কল্পনাসহ বাকিরা। এ ক্ষেত্রে তাই সব ধরনের সাবধানতা অবলম্বন করেই এগোবে ইসরো।
ইসরো প্রধান বলেন, সাম্প্রতিক সময়ে ছোট, বড় অনেক সংস্থাই মহাকাশ ক্ষেত্রে পা রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। তাদের সাহায্য করতে ইসরো যথাসাধ্য চেষ্টা করছে।
সম্প্রতি ‘চন্দ্রযান ৩’ ভারতকে অন্য মাত্রার সাফল্য এনে দিয়েছে। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে অবতরণ করেছে ভারতের মহাকাশযান। সেই সাফল্যের পর পরের অভিযানে কোনও ত্রুটি রাখতে চাইছে না দেশটির গবেষক ও বিজ্ঞানীরা।