সামরিক বাজেট ২০০ শতাংস পর্যন্ত বাড়াচ্ছে ইরান
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৭:৪৯ PM , আপডেট: ২৯ অক্টোবর ২০২৪, ০৭:৪৯ PM
১৯৮০ সালে ইরান-ইরাক যুদ্ধের সময় ইরানে সরাসরি হামলার ঘটনা ঘটে। এরপর আর কোন দেশ ইরানে সরাসরি হামলা চালায়নি। তবে সম্প্রতি ইরানে নজিরবিহীন বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এর পর থেকেই দেশটির প্রতিরক্ষা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। শুরু হয়েছে সমালোচনাও। এরই জেরে এবার সামরিক বাজেট প্রায় ২০০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে ইরান।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দেশটির সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এ তথ্য জানিয়েছেন।
সাম্প্রতিক মাসগুলোতে ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলার পর তেহরানের এ ঘোষণা এল।
মোহাজেরানি জানিয়েছেন, পরিকল্পিত প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবের অংশ সরকার অনুমোদনের জন্য সংসদে পেশ করেছে।
তিনি বলেন, দেশের প্রতিরক্ষা বাজেটে ২০০ শতাংশ বৃদ্ধি দেখা গেছে। তবে তিনি এ ব্যাপারে বিশদ কিছু জানাননি।
গত ১ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ইরান। এর প্রতিক্রিয়ায় শনিবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল।
তেহরান সোমবার জানিয়েছে, তারা ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া জানাতে ‘যত ধরনের সরঞ্জাম পাওয়া যাবে তা ব্যবহার করবে।’
সূত্র: আল-জাজিরা, আল-আরাবিয়া