গাজায় আগ্রাসন
ইসরায়েলি কোম্পানির সঙ্গে অস্ত্র চুক্তি বাতিল করল স্পেন
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৪:২৮ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০২৪, ০৪:২৮ PM

ফিলিস্তিনের অধিকৃত গাজায় মানবতাকে উপেক্ষা করে বর্বরতার চরম সীমাও অতিক্রম করেছে ইসরায়েল। তাদের নৃশংস হামলায় গত এক বছরে ৪৩ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৭ হাজারের অধিক শিশু।
সম্প্রতি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনকে নিষিদ্ধ করাসহ উত্তর গাজায় সমগ্র মানুষকে মেরে ফেলার ফন্দি এঁটেছে দখলকার দেশটি। তবে ইসরায়েলের মিত্র পশ্চিমারা এসব মানবতাবিরোধী ও গণহত্যার বিরুদ্ধে কার্যকর কোন ব্যবস্থা না নিয়ে বরং অস্ত্র দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। তবে ইউরোপের প্রথম দেশ হিসেবে স্পেন কার্যকর ব্যবস্থা নিলো।
ইহুদিবাদী ইসরায়েলের একটি কোম্পানির সাথে সই করা অস্ত্র চুক্তি বাতিল করে দিয়েছে স্পেন সরকার। এই চুক্তির আওতায় ইসরায়েলি কোম্পানি থেকে স্পেনের সিভিল গার্ড পুলিশের জন্য গুলি কিনতে চেয়েছিল মাদ্রিদ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই চুক্তি বাতিলের কথা ঘোষণা করে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে স্পেন সরকার ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি না করার সিদ্ধান্ত বাস্তবায়ন করে আসছে। যদিও এটা গোলাবারুদ কেনার চুক্তি তারপরেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই চুক্তি বাতিলের জন্য প্রশাসনিক পদক্ষেপ নেয়া শুরু করেছে।
স্পেনের সিভিল গার্ড পুলিশ ফোর্স গার্ডিয়ান লিমিটেড ইসরায়েল থেকে ৬০ লাখ ৮০ হাজার ডলার মূল্যের নয় মিলিমিটার সাইজের দেড় কোটি গুলি কেনার চুক্তি করেছিল।
গত সপ্তাহে, স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, তারা ইসরায়েল থেকে অস্ত্র কেনা বন্ধ করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশটি বলেছিল, তারা ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ রাখবে। এর আগে, কয়েকশ স্প্যানিশ বুদ্ধিজীবী এবং শিল্পী প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে একটি চিঠি লিখে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।