ট্রাম্পের বিজয়ের রাতে পথে নেমেছেন সাকিব-শিশির

বিপুল
  © ফাইল ফটো

মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে নির্বাচন। এখন পর্যন্ত যা তথ্য, তাতে বিপুল ভোটে পুনরায় হোয়াইট হাউসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার সমর্থকদের উল্লাস চলছে যুক্তরাষ্ট্রজুড়ে। এমন রাতে সাকিব আল হাসান কীভাবে ঘরে বসে থাকেন? তিনিও সস্ত্রীক নেমেছেন নিউইয়র্কের রাস্তায়।

আজ বুধবার বাংলাদেশ সময় দুপুরে (যুক্তরাষ্ট্রে ভোর রাত) সাকিবের সহধর্মীনী উম্মে আহমেদ শিশির ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে, নিউইয়র্কের ফাঁকা রাস্তায় হাস্যোজ্জ্বল সাকিব-শিশিরকে। ক্যাপশনে শিশির লিখেছেন, ‘নিউইয়র্কের ফাঁকা রাস্তা আমাদের খুব প্রিয়।’ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন উম্মে আহমেদ শিশির।

উম্মে আহমেদ শিশির এই নির্বাচনে ভোটও দিয়েছেন। আজ দুপুরে তার ফেসবুক স্টোরিতে দেওয়া একটা ছবিতেই আছে তার প্রমাণ। সেই ছবিতে দেখা যাচ্ছে, শিশিরের হাতে সাঁটানো স্টিকারে লেখা, 'আমি ভোট দিয়েছি'।

রাজনৈতিক পট পরিবর্তনের কাণে দেশের মাটিতে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে পারেননি সাকিব। দুবাই থেকেই তাকে ফিরে যেতে হয়েছে। আজ থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তিনি নেই। তাকে আর জাতীয় দলে দেখা যাবে কিনা- সেটা এখন বড় প্রশ্ন।