ভারত মহাসাগর থেকে ছিটকে আমেরিকায় গেল স্যাটেলাইট

স্যাটেলাইট
  © ফাইল ছবি

১৯৬৯ সালে মহাকাশে উৎক্ষেপণ করা একটি পুরোনো স্যাটেলাইট রহস্যজনকভাবে নির্দিষ্ট অবস্থান থেকে কয়েক হাজার মাইল দূরে চলে গেছে। যুক্তরাষ্ট্রের তৈরি যুক্তরাজ্যের মালিকানাধীন পুরোনো এই স্যাটেলাইটের এমন আচরণ বিজ্ঞানীদের বিভ্রান্তিতে ফেলে দিয়েছে।

স্কাইনেট-ওয়ানএ স্যাটেলাইটটি ১৯৬৯ সালে মহাকাশে উৎক্ষেপণ করা হয়, যা ব্রিটিশ সামরিক যোগাযোগের জন্য পূর্ব আফ্রিকার ওপরে অবস্থান করছিল। কিন্তু, সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে এটি তার নির্ধারিত অবস্থান ভারত মহাসাগরের ওপর থেকে সরে গিয়ে আমেরিকার ওপরে অবস্থান করছে, সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের বরাতে এ খবর প্রকাশ করেছে জিও নিউজটিভি।

বিজ্ঞানীরা যা নিয়ে হতবাক হয়েছেন তা হলো, এই স্যাটেলাইটটি কে বা কারা সরিয়েছে বা কীভাবে এতদূর সরিয়ে নিয়ে গেছে। এর কোনও স্পষ্ট ব্যাখ্যা তাদের কাছে নেই। 

বিজ্ঞানীরা জানিয়েছেন, কক্ষপথের গতি-বিদ্যা  অনুযায়ী অর্ধ-টন ওজনের এমন একটি স্যাটেলাইট নিজের অবস্থান থেকে এত দূরে সরে যাওয়া যুক্তিযুক্ত নয়। এতে এই ধারণা স্পষ্ট হয় যে, এটি ইচ্ছাকৃতভাবে সরানো হয়েছে।

কেউই বলতে পারছেন না কে বা কারা কীভাবে এমনটি সরাতে চাইবে বা পারবে। তবে স্যাটেলাইটটির এমন ছিটকে যাওয়া ভালো না খারাপ, তা নিয়ে প্রশ্ন উঠেছে। মহাকাশ পরামর্শক ড. স্টুয়ার্ট ইভস সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘এটি এখনও প্রাসঙ্গিক, কারণ যারা স্কাইনেট-ওয়ানএ সরিয়েছে, তারা আমাদের জন্য সামান্য কিছু উপকারও করেছে।’

‘এটি এখন ১০৫ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশে একটি ‘গ্র্যাভিটি ওয়েল’-এ রয়েছে, যেখানে এটি বাটির নিচে চলন্ত মার্বেলের মতো পিছনে ও সামনে ঘোরাফেরা করছে। দুর্ভাগ্যবশত, এটি প্রায়ই অন্য স্যাটেলাইটের নির্ধারিত কক্ষপথের কাছে চলে আসছে।

 এটি শক্তি হারিয়ে এখন অকার্যকর, ঝুঁকি রয়েছে যে এটি হয়তো অন্য স্যাটেলাইট বা কিছুতে ধাক্কা খেতে পারে, এবং যেহেতু এটি ‘আমাদের’ স্যাটেলাইট, আমরা এখনও এর প্রতি দায় এড়াতে পারি না। স্যাটেলাইটটি যুক্তরাষ্ট্রে নির্মিত এবং যুক্তরাজ্যের মালিকানাধীন কৃত্রিম উপগ্রহটি মার্কিন বিমান বাহিনীর (ইউএসএএফ) ডেল্টা রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়েছিল।