শব্দের চেয়ে ১০ গুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাশিয়ার
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০১:৪৮ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০১:৪৮ PM
ইউক্রেনের নিপ্রো শহরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দেশটির হাতে নতুন ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র মজুদ আছে, যা ব্যবহারের জন্য প্রস্তুত।
গতকাল শুক্রবার একটি অনির্ধারিত টিভি ভাষণে রাশিয়ান নেতা বলেন, ‘ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি আটকানো যায় না।’
পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুপিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
পুতিন বলেন, ‘ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়ে ১০ গুণ গতিতে উড়েছিল এবং সেগুলি উৎপাদনের নির্দেশ দিয়েছে। তিনি এর আগে বলেছিলেন যে ক্ষেপণাস্ত্রের ব্যবহার ইউক্রেনের স্টর্ম শ্যাডো এবং অ্যাটাকমস ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রতিক্রিয়া ছিল এটি।’
অপরদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বিশ্ব নেতাদের একটি ‘সমুচিত প্রতিক্রিয়া’ দেওয়ার আহ্বান জানিয়েছেন যাতে পুতিন তার কর্মের প্রকৃত পরিণতি অনুভব করেন। তিনি ইউক্রেনের জন্য পশ্চিমা অংশীদারদের কাছে আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অনুরোধ করছিল।
বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স-ইউক্রেনের মতে, কিয়েভ মার্কিন টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) পেতে বা তার প্যাট্রিয়ট অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার প্রস্তাব দিয়েছে।
গত বৃহস্পতিবার নিপ্রোতে যে হামলা হয়েছে তাকে প্রত্যক্ষদর্শীরা অস্বাভাবিক বলে আখ্যায়িত করেছে এবং এর ফলে যে বিস্ফোরণ হয়েছে তা তিন ঘণ্টা পর্যন্ত চলছিল।
এই হামলার মধ্যে একটি ক্ষেপণাস্ত্রের আঘাত এত শক্তিশালী ছিল যে ইউক্রেনের কর্মকর্তারা বলেছিলেন যে এটি একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অনুরূপ।
রিস্ক অ্যাডভাইজরি কোম্পানি সিবিলাইন এর প্রতিষ্ঠাতা ও সিইও জাস্টিন ক্রাম্প বিবিসিকে বলেছেন, মস্কো সতর্কতা হিসেবে ওই হামলা করে থাকতে পারে। তার মতে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তা এতো দ্রুতগামী ও আধুনিক যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাকে মারাত্মকভাবে চ্যালেঞ্জ করতে পারে।