থমথমে পরিস্থিতি, কাল কী হবে পাকিস্তানে 

পাকিস্তানের
  © সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের ডাকা বিক্ষোভ-সমাবেশ আগামীকাল রোববার ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যা থেকে পাকিস্তানজুড়ে মোবাইল পরিষেবা বন্ধ করতে যাচ্ছে দেশটির সরকার। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও নিউজ।  

জিও নিউজ জানিয়েছে, ইমরান খানের ডাকা আন্দোলন প্রতিহত করতে ইসলামাবাদে যেন কোনো ধরনের বিক্ষোভকারী প্রবেশ করতে না পারে- তা নিয়ে কড়া নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। সেইসঙ্গে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করতে এবং গ্রেপ্তারের পর তাদের কোথায় রাখা হবে সেই প্রস্তুতিও নেওয়া হয়েছে।  

সাম্প্রতিক মাসগুলোতে ইমরানের খানের সমর্থকরা ইসলামাবাদে একাধিক সমাবেশ-আন্দোলন করেছে। তবে প্রতিটি বিক্ষোভেই পিটিআই সমর্থকদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর  সংঘর্ষ হতে দেখা গেছে।  

জিও নিউজ বলছে, ইমরানের দল এমন সময়ে বিক্ষোভের আয়োজন করেছে যখন বেলারুশের প্রেসিডেন্টের দেশটিতে সফর আসন্ন। আগামী ২৫ তারিখ পাকিস্তান সফরে আসবেন বেলারুশের প্রেসিডেন্ট। 

প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেইসঙ্গে প্রশাসন সরকারের কাছ থেকে অতিরিক্ত ৮ হাজার পুলিশ চেয়েছে ইসলামাবাদে মোতায়েনের জন্য। 

এ ছাড়া পাঞ্জাব সরকারও তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে। ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রদেশটিতে ১৪৪ ধারা জারি থাকবে। সেইসঙ্গে ১০ হাজার ৭০০ পুলিশ কর্মীকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। 

পাশাপাশি পাঞ্জাবে প্রবেশের বিভিন্ন রাস্তা ব্লক করে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে জিও নিউজ। সাদোক চেক পয়েন্ট, নন্দিপুর চেক পয়েন্ট, ঝেলুম, কামক, শাদারা, মান্দি, বাহুউদ্দিন, নারোয়াল, হাফিজাবাদ, শেখুপাড়ায় গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যারিয়ার দেওয়া হয়েছে। 

এর আগে গত বৃহস্পতিবার বুশরা বিবি ভিডিও বার্তায়, ইমরান খানের ডাকা রোববারে ইসলামাবাদে আন্দোলনে পিটিআই সমর্থকদের আসার আহ্বান জানান। বুশরা বলেন, প্রত্যেকের উচিৎ ২৪ নভেম্বরের বিক্ষোভে যোগ দেওয়া। কোনো শর্তেই আন্দোলনের এই তারিখ পরিবর্তন হবে না। 

ভিডিও বার্তায় বুশরা আরও বলেছেন, আমাদের বিক্ষোভ আইন ও সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। আইন অনুযায়ী শান্তিপূর্ণ প্রতিবাদ করতে কাউকে বাধা দেওয়া যাবে না।