ইসরায়েলে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান!

ইরান
  © ফাইল ছবি

ইরানের হামলার জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালায় দেশটিতে। এবার ইসরায়েলকে জবাব দিতে ইরান সব প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলি নারিজানি। গত ২৬ অক্টোবর ইরানে চালানো ইসরায়েলি হামলার জবাবে এবার হামলা চালাতে পারে ইরান। সেই প্রস্তুতিই চলছে বলে জানান এই উপদেষ্টা।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, আজ রবিবার (২৪ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলি নারিজানির একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেই সাক্ষাৎকার থেকে এসব তথ্য জানা যায়। 

গত ২৬ অক্টোবর ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ভোর থেকে ইরানের একাধিক সামরিক স্থাপনায় হামলা শুরু করে ইসরায়েল। এর কয়েক ঘণ্টার মাথায় হামলার ‘সমাপ্তি’ ঘোষণা করে তারা। 

১ অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলা ও তেল আবিবে তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মাসব্যাপী হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। উপযুক্ত সময়ে এর জবাব দেওয়া হবে বলে জানায় ইরান।

এবার সেই জবাব দেওয়ার জন্য ইরান প্রস্তুতি নিচ্ছে বলে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলি নারিজানি। তবে ঠিক কী প্রস্তুতি নেওয়া হচ্ছে, সে ব্যাপারে বিস্তারিত বলেননি তিনি।