মিশরীয় রেড সি-তে পর্যটকবাহী জাহাজডুবি; নিখোঁজ ১৭

রেড সি
  © ফাইল ছবি

রেড সি তে একটি পর্যটকবাহী জাহাজ ডুবে গেছে। মিশরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ২৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিদেশিসহ ১৭ জন এখনো নিখোঁজ রয়েছেন।

আজ সোমবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

রেড সি প্রদেশের গভর্নর জানিয়েছেন, গত শনিবার মারসা আলম বন্দর থেকে ৩১ দর্শনার্থী ও ১৪ জন ক্রু নিয়ে ৫ দিনের সফরে যাত্রা করে সি স্টোরি নামের একটি বোট। স্থানীয় সময় ৫টা ৩০ মিনিটে বোট থেকে দুর্ঘটনার খবর আসে।

মাজ জেন আমর হানাফি বলেছেন, দক্ষিণ মারিসা আলম বন্দরের নিকটবর্তী ওয়াদি আল জামাল অঞ্চল থেকে জীবিতদের উদ্ধার করা হয়েছে। তাদের সবাইকে প্রায়োজনী চিকিৎসা দেওয়া হয়েছে।

নিখোঁজদের খুঁজে বের করতে মিশরীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইআই ফাতাহ এবং সেনাবাহিনীর এয়ারক্রাফট তাদের তৎপরতা বৃদ্ধি করেছে বলেও জানান তিনি।

মারশা আলমের লোকাল কাউন্সিল অনুসারে, সি স্টোরে জাহাজের ক্রুর সবাই মিশরীয়। তবে টুরিস্টরা বৃটেন, স্পেন, জার্মানি, আমেরিকা, স্লোভাকিয়া, সুইজারল্যান্ড, বেলজিয়াম, পোল্যান্ড, নরওয়ে, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড এবং চীনের নাগরিক। 

উল্লেখ্য, দক্ষিণ রেড সি উপকূলে অবস্থিত মারশা আলম মিশরের জনপ্রিয় পর্যটন স্থান। এটি ডাইভিং স্পট, প্রবাল প্রাচীরের জন্য বিখ্যাত।