লেবাননে সম্ভব্য যুদ্ধবিরতিতে একাকিত্ব অনুভব করছেন গাজাবাসী
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ PM
একদিকে লেবাননে যুদ্ধবিরতির আশা বাড়ছে, অন্যদিকে ফিলিস্তিনের গাজাবাসীরা একাকি হয়ে পড়ছে। ১৪ মাসের ধ্বংসাত্মক যুদ্ধের এবারই সবচেয়ে বেশি একাকিত্ব অনুভব করছেন গাজাবাসী।
৫ সন্তানের জনক ছিটমহলের বাসিন্দা আবদেল ঘানি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, "আমি বিশ্ববাসীর ওপর ক্ষুব্ধ যে তারা এই দুই অঞ্চলের সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, সম্ভবত গাজায় আরেকটি চুক্তি হবে, সম্ভবত।
গাজা সিটির এক ব্যবসায়ী তামির আল বুরাজ, যিনি ফিলিস্তিনের গাজার অন্যান্য বাসিন্দাদের মতো বাস্তুচ্যুত হয়েছেন, তিনি রয়টার্সকে বলেন, আমরা ভয় পাচ্ছি যে ইসরায়েলি সেনারা এখন গাজায় উন্মুক্ত থাকবে।
ছয় সন্তানের জননী জাকিয়া রাজিক বলেন, যথেষ্ট হয়েছে, আমরা ক্লান্ত। তারা যুদ্ধ বন্ধের আগে আর কত মানুষকে মরতে হবে?
সূত্র: আল জাজিরা