দক্ষিণ লেবাননের ১০ গ্রামে অধিবাসীদের প্রবেশ নিষেধ: ইসরায়েল
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১২:০১ PM , আপডেট: ২৮ নভেম্বর ২০২৪, ১২:০১ PM
লেবানন-হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তির পর বাড়িতে ফিরতে শুরু করেছেন লেবাননের বাস্তুচ্যুত অধিবাসীরা। তবে ইসরায়েলি সেনাবাহিনী আবারও দক্ষিণ লেবাননের অধিবাসীদের বাড়িতে ফেরার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। এবার তারা একটি মানচিত্র প্রকাশ এবং উত্তর ইসরায়েলের সীমানার বাইরে নির্দিষ্ট কয়েকটি গ্রামের নাম উল্লেখ করে দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দশটি গ্রামের নাম পোস্ট করে ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র অভিচয় আদরাই বলেছেন, এই স্থানের গ্রামগুলি সীমাবদ্ধ রেখা, যেখানে লেবাননের অধিবাসীদের প্রবেশ নিষেধ।
মুখপাত্র বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দক্ষিণের নিম্নলিখিত গ্রামের সীমান্তে এবং এর আশেপাশে যেতে নিষেধ করা হলো। গ্রামগুলো হলো- শেবা, আল-হাব্বারিয়েহ, মারজায়ুন, আরনউন, ইয়াহমোর, কানতারা, চাকরা, বারাশিত, ইয়াতার এবং আল-মানসুরি।
"যে কেউ দক্ষিণের সীমানায় প্রবেশ করবে, সে নিজেকে বিপদের মধ্যে ফেলবে," বলেন তিনি।