ভারতের পার্লামেন্টে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বক্তব্য দেবেন এস জয়শঙ্কর
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০২:৪৩ PM , আপডেট: ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৩৯ PM
ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনার পর থেকে বাংলাদেশে চলমান অস্থিরতা নিয়ে আগামীকাল ভারতের পার্লামেন্টে বক্তব্য দেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
এনডিটিভি জানিয়েছে, আজ ২৮ নভেম্বর বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর চলমান হামলার বিষয়ে আলোচনা করেন জয়শঙ্কর। এর মধ্যে রয়েছে চট্টগ্রামে একটি মন্দিরে ভাঙচুর এবং হিন্দু ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের ঘটনা।
বাংলাদেশে ছাত্র আন্দোলনের পর সাময়িকভাবে সেনাবাহিনী শাসনভার নেয়। পরে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। তবে এই সরকার সংখ্যালঘুদের ওপর হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগে বিদ্ধ বলে মনে করছে ভারত।