লেবাননে যুদ্ধবিরতিকে যেভাবে দেখছে ইরান
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০৩:০১ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৪, ০৩:০১ PM
লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কোর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামী। তিনি বলেছেন, এটি কৌশলগতভাবে লেবাননের জন্য জয় এবং ইসরাইলের জন্য পরাজয়।
বৃহস্পতিবার এক বার্তায় আইআরজিসির প্রধান এই বার্তা দেন।
হিজবুল্লাহ মহাসচিব শেখ নাইম কাসেমের কাছে এক বার্তায় লেবানন এবং হিজবুল্লাহকে ইসরাইলের বিরুদ্ধে ‘যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়ার জন্য’ অভিনন্দন জানান মেজর জেনারেল হোসেইন সালামী।
সালামী বলেন, লেবাননের ফ্রন্টে যুদ্ধবিরতি হলো ইহুদীবাদী শাসনের জন্য একটি কৌশলগত এবং অপমানজনক পরাজয়, যা হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে তার কোনো অশুভ লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা অর্জন করতে পারেনি।
তিনি আরও বলেন, এই যুদ্ধবিরতি হয়তো গাজা যুদ্ধ শেষ করার দিকে একটি নতুন যুদ্ধবিরতির সূচনা হতে পারে।
সালামী উল্লেখ করেন যে, ইসরাইল যুদ্ধবিরতির জন্য যখন সম্মত হয়েছিল, তখন এটি হিজবুল্লাহর মিসাইল আক্রমণের মুখে ছিল, যা শাসনের সেনা ঘাঁটি এবং কৌশলগত স্থানগুলোকে লক্ষ্য করে চলছিল। এর ফলে তেলআবিব এবং তার সমর্থকদের জন্য একটি শিক্ষা ছিল।
তিনি বলেন, অগ্রহণযোগ্য এই শাসনব্যবস্থা পতনের দিকে যাচ্ছে এবং গাজা ও লেবাননে যে অপরাধগুলো তারা করছে তা প্রতিরোধকে আরও শক্তিশালী করবে।
আইআরজিসি প্রধান বলেন, হিজবুল্লাহ সত্যিকার অর্থে ইসরাইলকে তার খারাপ লক্ষ্য অর্জন থেকে বিরত করে লেবাননের উত্তরের ফ্রন্টে যুদ্ধবিরতি চাপিয়ে দিয়ে এই বিজয় অর্জন করেছে।
২০২৩ সালের অক্টোবরের শুরুতে ইসরাইল গাজার ওপরে গণহত্যামূলক যুদ্ধ চালানোর পর লেবাননের ওপর তার সহিংস আক্রমণ শুরু করেছিল। ইসরাইলি হামলায় লেবাননে অন্তত তিন হাজার ৮২৩ জন নিহত এবং ১৫ হাজার ৮৫৯ জন আহত হয়েছেন।
তথ্য : মেহর নিউজ