বাংলাদেশ ইস্যুতে ভারতের পেট্রোপোল সীমান্তে সনাতনীদের প্রতিবাদ সমাবেশ
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:০৯ PM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:০৯ PM
ভারতের জাতীয় পতাকা অবমাননা, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, মামলা-ভাঙচুরসহ ভারতের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে বেনাপোল সীমান্তের ওপারে প্রতিবাদ সমাবেশ করেছেন ভারতীয় সনাতন ধর্মাবলম্বীরা।
আজ সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে সীমান্তের জিরো লাইনের ৫০ গজ দূরে ভারতের পেট্রাপোলের অভ্যন্তরে সমাবেশ করেন তারা।
সমাবেশে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া বারাসাত বনগাঁসহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার সনাতনীরা ব্যানার-প্ল্যাকার্ডসহ মিছিল নিয়ে সীমান্ত এলাকায় জড়ো হন। এসময় তাদের ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শোনা যায়। সাম্প্রতিক সময় বাংলাদেশের বিভিন্ন ঘটনার নিন্দা জানিয়ে নানা স্লোগান দেন তাঁরা।
সমাবেশে বক্তব্য রাখেন দেশটির বিভিন্ন সংগঠনের নেতা ও জনপ্রতিনিধিরা। এদের মধ্যে বঙ্কিম ঘোষ, বিকতা রায়, নিলাত্রি দানা ও অসিম ঘোষসহ বেশ কয়েকজনের নাম শোনা যায়।
সমাবেশে বক্তারা জাতিসংঘের সহযোগিতা কামনা করেন। এ ছাড়া আমদানি-রপ্তানি ২৪ ঘণ্টা বন্ধের ঘোষণা দেওয়া হয়। এসময় বিক্ষোভকারীরা এক সপ্তাহের মধ্যে হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ না হলে আগামী সপ্তাহে শনিবার থেকে আমদানি-রপ্তানি বন্ধসহ ২০২৫ সালের শুরুতে লাগাতার বন্ধের ঘোষণা দেন।
সমাবেশ চলাকালে বিজিবি ও বিএসএফের সদস্যদের কঠোর অবস্থানে থাকতে দেখা যায়। নিরাপত্তার চাদরে ঢাকা ছিল পুরো এলাকা। পাসপোর্টধারী যাত্রীদের সংখ্যা সীমিত থাকলেও যাতায়াত স্বাভাবিক ছিল। আমদানি-রপ্তানি চলমান দেখা যায়।
বাংলাদেশ সীমান্ত থেকে সরেজমিনে দেখা যায়, ভারত অংশে বিএসএফ, পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ছিল চোখে পড়ার মতো। সীমান্ত এলাকার শান্তিপূর্ণ সমাবেশ করেছে তারা। কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়নি। অন্যদিকে যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের সদস্যরা বাংলাদেশ অংশে কঠোর অবস্থানে ছিলেন।