ইসরায়েলের হুমকি
যুদ্ধবিরতি ভেঙে গেলে হিজবুল্লাহ-লেবাননের মধ্যে আর পার্থক্য থাকবে না
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২ PM , আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২ PM
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুমকি দিয়ে বলেছেন, যদি লেবাননে যুদ্ধবিরতি ভেঙে পড়ে তবে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহ ও লেবাননের মধ্যে আর পার্থক্য করবে না।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩ হাজারে দাঁড়িয়েছে, এছাড়া ১৩ হাজারের অধিক আহত হয়েছেন। ইসরায়েল বলেছে তারা গত সেপ্টেম্বরে পেজার ও ওয়াকি-টকি বিষ্ফোরণ ঘটিয়েছে এবং সম্প্রতি সপ্তাহগুলোতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে, যা হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে বলে দাবি করেছে।
ইসরায়েলের উত্তরে সফররত কাটজকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, তিনি বলেছিলেন, লেবানন সরকারকে অবশ্যই "লেবানিজ সেনাবাহিনীকে তাদের অংশ, হিজবুল্লাহকে লিটানি থেকে দূরে রাখতে এবং তাদের সমস্ত অবকাঠামো ভেঙে ফেলতে অনুমতি দিতে হবে।"
"যদি যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গেলে লেবানন রাষ্ট্রকে আর কোন ছাড় দেওয়া হবে না। আমরা সর্বোচ্চ প্রভাব এবং শূন্য সহনশীলতার সাথে চুক্তিটি কার্যকর করব। এখন পর্যন্ত আমরা লেবানন ও হিজবুল্লাহকে পার্থক্য করি, চুক্তি ভেঙে গেলে সেটা আর হবে না।" যোগ করেন তিনি।
২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে হিজবুল্লাহ এবং আইডিএফের মধ্যে নিয়মিত গুলি বিনিময়ের ফলে উত্তর ইসরায়েল থেকে অনেককে পালাতে হয়েছে।
কাটজ হুমকি দিয়ে বলেন, "যদি আমরা যুদ্ধে ফিরি তবে আমরা প্রবলভাবে ফিরবো, আমরা গভীরে যাবো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তাদের জানা প্রয়োজন, লেবানন রাষ্ট্রকে আর কোন অব্যাহতি দেওয়া হবে না।"