তুরস্কে অ্যালকোহল বিষক্রিয়ায় ১৭ জনের মৃত্যু
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯ PM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯ PM
তুরস্কে দূষিত অ্যালকোহল পানে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে এবং অন্য আরও ২২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ বুধবার (০৪ ডিসেম্বর) তুরস্কের মিডিয়া রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে বলে আল আরাবিয়্যার এক প্রতিবেদনে বলা হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি অনুসারে, অ্যালকোহলযুক্ত পানীয় সরবরাহকারী সন্দেহে ৮ জনকে আটক করা হয়েছে।
গত সপ্তাহে তুরস্ক কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা অ্যালকোহলজাতীয় পানীয় তৈরির যন্ত্রপাতিসহ ৪১০ লিটার ইথানল ও মিথানল এবং ১৬৫ বোতল নিষিদ্ধা অ্যালকোহল জব্দ করেছে।
ভেজালজাতীয় অ্যালকোহল থেকে বিষক্রিয়া তুরস্কে অনেকটা সাধারণ ঘটনা। তব কর্তৃপক্ষ অ্যালকোহলযুক্ত পানীয়ের উপর কর বাড়িয়েছে বলে ব্যক্তিগত উৎপাদন ব্যহত হয়েছে।
২০২১ সালের শেষের দিকে তুরস্কের বিভিন্ন অঞ্চলে কয়েকদিনের মধ্যে অ্যালকোহল বিষক্রিয়ায় অন্তত ২৫ জন মারা গিয়েছিল। এর এক বছর পর অ্যালকোহল বিষক্রিয়ায় অন্তত ৪০ জন মারা যান।