বাংলাদেশের সঙ্গে পাকিস্তান-চীনের মতো সম্পর্ক চায় না ভারত : এস জয়শঙ্কর
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:০২ PM , আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:০২ PM
গত কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ ও ভারতের মধ্যে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর তথাকথিত অত্যাচার নিয়ে সরব ভারত। তবে ভারতীয় মিডিয়ার অপপ্রচার, মিথ্যা ও ভিত্তিহীন সংবাদে বিরক্ত বাংলাদেশও। এসব সংবাদে প্রভাবিত হয়ে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এর কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে ভারতের অংশীদারিত্বের কথা স্মরণ করিয়ে পারস্পরিক লাভে স্থিতিশীলতা ফেরানোর প্রত্যাশা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তিনি চীন-পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের প্রসঙ্গও টেনে ইঙ্গিত দিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সেরকম সম্পর্ক চায় না ভারত।
জয়শঙ্কর বলেন, বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে ভারতের একটি ভালো অতীত রয়েছে। প্রকৃতপক্ষে, যখন আমরা ‘প্রতিবেশী প্রথম’ নীতির কথা বলি, তখন পাকিস্তান ও চীন বাদে প্রায় প্রতিটি প্রতিবেশী দেশেই আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও তাই।
শুক্রবার (১৩ ডিসেম্বর) লোকসভা অধিবেশনের ভাষণে বাংলাদেশ প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের বিষয় এবং নয়াদিল্লি আশা করে ঢাকা নিজ স্বার্থেই তাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবে।
তিনি বলেন, ভারত আশা করে বাংলাদেশের নতুন সরকার পারস্পরিক লাভের একটা স্থিতিশীল সম্পর্কের দিকে যাবে। আমরা আমাদের উদ্বেগের বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। সম্প্রতি, পররাষ্ট্রসচিব ঢাকা সফর করেছেন। সফরকালে বৈঠকগুলোতে বিষয়টি উঠে এসেছে।
বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি আচরণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ তাদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে, যোগ করেন জয়শঙ্কর।