সিরিয়ার সর্বোচ্চ পর্বত দখল করলো ইসরায়েল

সিরিয়া
  © সংগৃহীত

গত ৮ ডিসেম্বর সিরিয়া ছেড়ে পালিয়ে যান দুই দশক ধরে শাসন করা প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। বিদ্রোহীদের দামেস্ক ঘেরাওয়ের মুখে সপরিবারে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন তিনি। এদিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর বিদ্রোহীদের হাত থেকে সিরিয়ার সামরিক সম্পদকে দূরে রাখতে চেয়েছিল দখলদার ইসরায়েল।

এর জন্য সিরিয়ার প্রায় ৫০০ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে, নৌবাহিনীকে ধ্বংস করতে এবং সিরিয়ার বেশ কিছু এলাকা দখল করার জন্য বোমা ফেলতে সময় নষ্ট করেনি তারা। 

তবে সিরিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট হারমনের দখল ইসরায়েলের সবচেয়ে দীর্ঘস্থায়ী অর্জন বলে প্রতীয়মান হতে পারে।

জেরুজালেম ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড সিকিউরিটি (জেআইএসএস)-এর পরিচালক এফ্রাইম ইনবার বলেছেন, “লেবানন, সিরিয়া, ইসরায়েলের দিকে তাকালে এটি এই অঞ্চলের সর্বোচ্চ স্থান। এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাহাড়ের কোনও বিকল্প নেই।”

শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনীকে শীতকালীন কঠোর পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। 

তিনি এক বিবৃতিতে বলেছেন, “সিরিয়ার পরিস্থিতির কারণে নিরাপত্তার জন্য মাউন্ট হারমনের চূড়ার উপর আমাদের নিয়ন্ত্রণ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মাউন্ট হারমনস সামিট ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন একটি বিশাল সম্পদ। ৯ হাজার ২৩২ ফুট উঁচু চূড়াটি সিরিয়া বা ইসরায়েলের যেকোনও পর্বত থেকে উচ্চতর এবং লেবাননে শুধুমাত্র একটি চূড়ার মধ্যে দ্বিতীয়।

এফ্রাইম ইনবার, “মানুষ মাঝে মাঝে বলে ক্ষেপণাস্ত্রের যুগে জমি গুরুত্বপূর্ণ নয়- এটি স্রেফ মিথ্যা।”

তিনি বলেন, “এখান থেকে সিরিয়ার ভূখণ্ডের গভীরে ইলেকট্রনিক নজরদারি ব্যবহার করা যাবে, আসন্ন আক্রমণের ক্ষেত্রে ইসরায়েল আগাম সতর্কবার্তা পাবে।” সূত্র: সিএনএন