পর্নোগ্রাফির বিকল্প আনতে চান পুতিন
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ PM , আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ PM
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করেন, পর্নোগ্রাফি কেবল রাশিয়ার জন্য নয় বরং পুরো বিশ্বের জন্য একটি সমস্যা। বৃহস্পতিবার পর্ন সাইট নিষিদ্ধের বিষয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন পুতিন। তিনি পর্ন সাইটের কিছু বিকল্প নিয়ে আসার কথা ভাবছেন।
তিনি বলেন, পর্ন বাদে আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য আরও আকর্ষণীয় বা আরও আবেগপূর্ণ কিছু দরকার। যার ফলে পর্ন নিষিদ্ধ করা হলেও আমাদের কাছে আরও মজার কিছু বিকল্প থাকবে। খবর এনডিটিভির
রাশিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, আমাদেরকে পর্ন সাইটের আরও ভালো বিকল্প তৈরি করতে হবে। আমাদের এমন কিছু তৈরি করতে হবে যা এই ধরনের এডাল্ট কন্টেন্টের চেয়ে বেশি আকর্ষণীয় এবং মনোযোগ আকর্ষণ করার ক্ষমতা রাখে।
তিনি বলেন, আমি মনে করি পর্ন সাইটগুলো সারা বিশ্বে দেখা হয়। সারা বিশ্বজুড়ে জনপ্রিয় এগুলো। তাই এটি কেবল রাশিয়ার জন্য নয়, প্রতিটি দেশের জন্য একটি বড় সমস্যা। আর আমরা সেই সমস্যার সমাধানে অবশ্যই এই সাইট নিষিদ্ধ করতে পারি। কিন্তু তার জন্য আমাদের অবশ্যই পর্ন ওয়েবসাইটের চেয়ে অবশ্যই আরও আকর্ষণীয় বিকল্প নিয়ে প্রস্তুত থাকতে হবে।
উল্লেখ্য, পর্নের ক্ষেত্রে রাশিয়া তার পুরনো মতামত নিয়েই রয়ে গিয়েছে। ইতিমধ্যেই পর্ন নিষিদ্ধও করা হয়েছে সে দেশে। এমনকি রাশিয়ার পাশাপাশি, চীন এবং উত্তর কোরিয়ার মতো দেশেও পর্ন নিষিদ্ধ। এই দেশগুলোতে গুগল এবং ইউটিউবের মতো কোনও আমেরিকান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নেই, তাই ইন্টারনেটের সমস্ত ডেটা সরকারের নজরদারির অধীনেই আসে।