ভারতে আরও ৮ বাংলাদেশিকে গ্রেপ্তার

ভারত
  © সংগৃহীত

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আনুষ্ঠানিক কোন বিবৃতি না দিলেও শেখ হাসিনার পতন মেনে নিতে পারেনি দেশটি। এর প্রমাণ মিলেছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ও দেশটির ক্ষমতাসীন বিজেপি নেতাদের বক্তব্যে ও কর্মে। বাংলাদেশের হিন্দুদের ওপর তথাকথিত অত্যাচার নিয়ে সরব ভারত। এর বিরুদ্ধে কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে হামলা, ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুর এবং বাংলাদেশের পতাকা ছিঁড়ে জ্বালিয়ে দেওয়া, ক্ষমতাসীন নেতাদের বাংলাদেশবিরোধী বক্তব্য এবং সর্বশেষ ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশিদের ব্যাপক ধর-পাকড় শুরু করেছে দেশটি।

এরই মধ্যে দিল্লিতে ১৭০ জনের অধিক বাংলাদেশিকে আটক করা হয়েছে। এবার ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র থেকে ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অবৈধ উপায়ে বসবাসের অভিযোগে রাজ্যের থানে জেলা থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বৈধ নথিপত্র ছাড়া ভারতে বসবাসের অভিযোগে মহারাষ্ট্রের থানে জেলায় ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ গত শনি ও বোরবার থানে জেলার ভিওয়ান্ডি শহরের কালহার এবং কোনগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতে বসবাসের বৈথ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এক নারীসহ ৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বয়স ২২ থেকে ৪২ বছরের মধ্যে।

পুলিশ বলছে, গ্রেপ্তার বাংলাদেশিরা ভারতে বসবাসের বৈধ নথিপত্র দেখাতে পারেননি। যে কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

থানে পুলিশ বলেছে, গ্রেপ্তারের পর ওই বাংলাদেশিদের বিরুদ্ধে ভারতীয় বিদেশি নাগরিক আইন ও ভারতীয় পাসপোর্ট আইনের আওতায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দু’জন শ্রমিক, একজন রাজমিস্ত্রি এবং একজন প্লাম্বারের কাজ করতেন। এছাড়া বাকি তিনজন ভাঙারি মাল বিক্রি করতেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া