ভাড়ায় পাওয়া যেত যে দেশ!

দেশ
  © সংগৃহীত

যদি বলি রাত্রিযাপনের জন্য কোনো দেশ ভাড়ায় পাওয়া যায় তাহলে কি বিশ্বাস করবেন? অবিশ্বাস্য মনে হলেও বিষয়টি সত্যি।

বলছি, সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার মাঝখানে অবস্থিত ইউরোপের ছোট্ট দেশ লিশটেনস্টাইনের কথা। দেশটি ২০১১ পর্যন্ত রাত্রিযাপনের জন্য ভাড়ায় পাওয়া যেত। পরে সেই নিয়ম বদলে যায়।

তবে ২০১১ সাল পর্যন্ত মাত্র ৪০ হাজার জনসংখ্যার সেই দেশ মোটা টাকায় ভাড়া করতে পারতেন যে কেউ। মাত্র এক রাতের জন্য পুরো লিশটেনস্টাইন ভাড়া করার খরচ ছিল, ভারতীয় মুদ্রায় প্রায় ৬০ লক্ষ টাকা।

একটি বিপণন এবং প্রযোজনা সংস্থার সহযোগিতায় পুরো দেশটি ভাড়া দেওয়া হত। এই অকল্পনীয় অভিজ্ঞতাকে সম্ভব করার জন্য দেশটিকে জনপ্রিয় ‘হোমস্টে’ বুকিং সংস্থা এয়ারবিএনবি-তে তালিকাভুক্ত করা হয়েছিল।

সেসময় কেউ দেশটি ভাড়া করলে লিশটেনস্টাইনের রাজা ব্যক্তিগত ভাবে তাঁর হাতে দেশের চাবি হস্তান্তর করতেন।