গ্লোব অ্যান্ড মেইলের রিপোর্ট
পদত্যাগ করতে যাচ্ছেন জাস্টিন ট্রুডো
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১১:০৮ AM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ১১:০৮ AM
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে বেশ চাপের মধ্যে রয়েছেন। বিরোধীরা তো বটেই, দলের মধ্যে থেকেই উঠছে পদত্যাগের দাবি। এ অবস্থায় শোনা যাচ্ছে, তিনি শীঘ্রই পদত্যাগ করবেন। আজ সোমবার (৬ জানুয়ারি) এর ঘোষণা দিতে পারেন।
বেশ কিছু সূত্রের বরাত দিয়ে কানাডার সংবাদমাধ্যম গ্লোব অ্যান্ড মেইলের রিপোর্টে এই তথ্য সামনে আনা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। কয়েকটি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে তারিখটি এখনও চূড়ান্ত নয়।
তবে, সূত্রগুলো জানিয়েছে যে, ট্রুডো হয়তো বুধবারের জাতীয় ককাস বৈঠকের আগে পদত্যাগের ঘোষণা দিতে পারেন। গ্লোব অ্যান্ড মেইলে প্রকাশিত তথ্য অনুসারে, ট্রুডো এই মুহূর্তে নিশ্চিত নন যে, তিনি এখনই পদত্যাগ করবেন, নাকি নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। ২০১৩ সালে তিনি লিবারেল পার্টির নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দলটি তখন গভীর সংকটে ছিল।
রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, ট্রুডোর পদত্যাগের ফলে লিবারেল পার্টি এমন এক পরিস্থিতিতে পড়বে, যেখানে দলের নেতৃত্ব থাকবে না এবং আগামী অক্টোবরের নির্বাচনে রক্ষণশীল দলের কাছে লিবারেলরা বড় পরাজয় বরণ করতে পারে। একই সঙ্গে, ট্রুডো নতুন সরকার গঠনের জন্য দ্রুত নির্বাচনেরও আহ্বান জানাতে পারেন।
এদিকে প্রধানমন্ত্রী ট্রুডো অর্থমন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্কের সাথেও আলোচনা করেছেন যে— তিনি অন্তর্বর্তীকালীন নেতা এবং প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করতে ইচ্ছুক কিনা। একটি সূত্র কানাডিয়ান সংবাদপত্রকে এই তথ্য জানিয়েছে।