৪০০ শতাংশ বেতন বাড়ছে সিরিয়ার সরকারি চাকরিজীবীদের

সিরিয়া
  © ফাইল ছবি

সিরিয়ার অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে যে, সরকারি চাকরিজীবীদের বেতন ৪০০ শতাংশ বাড়ানো হবে। অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজেদ গতকাল রবিবার (০৫ জানুয়ারি) এই তথ্য জানিয়েছেন। বেতন বৃদ্ধির জন্য সরকারের প্রায় ১২৭ মিলিয়ন ডলার (১.৬৫ বিলিয়ন সিরিয়ান পাউন্ড) ব্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

সিরিয়ার সরকার জানিয়েছে, দক্ষতা এবং জবাবদিহিতা বৃদ্ধি করতে মন্ত্রণালয়ের প্রশাসনিক পুনর্গঠন সম্পন্ন করার পর এই বেতন বৃদ্ধি কার্যকর হবে।

অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজেদ বলেন, ‘এটি দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রথম পদক্ষেপ।’ তিনি জানান, সরকারি কর্মচারীদের গত মাসের বেতন এই সপ্তাহে দেওয়া হবে।

সিরিয়ার রাষ্ট্রীয় কোষাগার যুদ্ধের কারণে তারল্য সংকটের সম্মুখীন। যদিও কেন্দ্রীয় ব্যাংকে বেশিরভাগ অর্থ সিরিয়ার মুদ্রায় রয়েছে, তবে তার মূল্য অনেক কমে গেছে।

এছাড়া, সিরিয়ার সরকার বিদেশে জব্দ করা ৪০০ কোটি ডলার সম্পদ ফিরিয়ে আনার আশা প্রকাশ করেছে। সিরিয়ার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আরব দেশগুলোও তাদের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে।