৭৬ জন যাত্রী নিয়ে মাঝ আকাশে প্লেনে আগুন
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৮:৪৭ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ০৮:৪৭ PM
নেপালের বুদ্ধ এয়ারের একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। তবে যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। ৭৬ জন যাত্রী নিয়ে বিমানটি কাঠমান্ডু থেকে উড্ডয়ন করেছিল। তবে হঠাৎ করে বিমানের ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যায়। পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটিকে আবার কাঠমান্ডু বিমানবন্দরে ফিরিয়ে আনেন এবং বিপজ্জনক অবস্থায় বিশেষভাবে অবতরণ করে।
ওই উড়োজাহাজটি সোমবার সকালে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর থেকে উড্ডয়ন করে, যার গন্তব্য ছিল ভদ্রপুর। প্রায় ১১:১৫ নাগাদ বিমানটি ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করে। বিমান সংস্থাটি জানায়, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট জরুরি অবতরণ করতে বাধ্য হন। পাইলট উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনের আগুন দেখতে পান এবং সঙ্গে সঙ্গে তিনি বিমানটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।
পাইলট বিশেষ ‘ভিওআর’ পদ্ধতি ব্যবহার করে বিমানটি অবতরণ করেন, যা ‘ভেরি হাই ফ্রিকোয়েন্সি অমনিডিরেকশনাল রেঞ্জ’ নামক একটি প্রযুক্তি। পাইলটের দর্শন যদি আবছা হয়ে যায়, তখন তিনি এই প্রযুক্তির সাহায্যে অবতরণ করেন। আগুনের কারণে ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছিল এবং রানওয়ে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন না। এর ফলে এই প্রযুক্তির সাহায্যে তিনি নিরাপদে বিমানটি অবতরণ করাতে সক্ষম হন এবং বড় ধরণের দুর্ঘটনা এড়ানো গেছে। বিমান সংস্থা জানায়, যাত্রীরা সম্পূর্ণরূপে নিরাপদ আছেন এবং তাদের অন্য বিমানে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে।