৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নেপালে ৫৩ জন নিহত

ভূমিকম্প
  © সংগৃহীত

নেপাল-চীন সীমান্তবর্তী তিব্বতে আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকালে ৭.১ মাত্রার ভূমিকম্পে ৫৩ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চীনা সংবাদমাধ্যম সিনহুয়ার খবর অনুযায়ী, ভূমিকম্পে তিব্বতের বহু বাড়িঘর ধসে পড়েছে এবং ৬২ জন আহত হয়েছেন।

মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে এবং পরবর্তীতে একাধিক আফটারশক অনুভূত হয়।

সিনহুয়ার খবর অনুযায়ী, চীনের চাংসুও, কুলুও এবং ডিংরি কাউন্টির কুওগুও টাউনশিপসহ তিনটি টাউনশিপে মানুষের মৃত্যু হয়েছে। ইউএসজিএসের কম্পন মানচিত্রে দেখা গেছে, ভূমিকম্পের কম্পন প্রতিবেশী নেপাল ও ভারতের কিছু অংশেও অনুভূত হয়েছে।

তবে সিনহুয়া জানায়, একই দিনে ৬.৮ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে জিজাং এলাকার ডিংরি কাউন্টিতে। এই ভূমিকম্প বাংলাদেশ, নেপাল, ভারত, ভুটান ও চীনে অনুভূত হলেও, এসব দেশে প্রাণহানির খবর পাওয়া যায়নি।

নেপাল ও তিব্বতীয় ও ভারতীয় টেকটনিক প্লেটের ভাঁজে অবস্থিত হওয়ায় এসব অঞ্চলে প্রায়ই ভূমিকম্প ঘটে। ২০১৫ সালে, নেপালে ৭.৮ মাত্রার এক ভূমিকম্পে ৮,৯৬৪ জনের প্রাণহানি হয়েছিল।