লস অ্যাঞ্জেলেসে দাবানলের মধ্যে লুটপাট চালাতে ছদ্মবেশ ধারণ
- Moments Desk
- প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১২:০৮ AM , আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ১২:০৮ AM
-11623.jpg)
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে যেসব অঞ্চল দাবানলে পুড়ছে, সেসব অঞ্চলে লুটপাট চালাতে অনেকে ছদ্মবেশের আশ্রয় নিচ্ছেন বলে জানিয়েছেন সেখানকার পুলিশ। খবর বিবিসির
লুটপাট করতে গিয়ে এখন পর্যন্ত যারা আটক হয়েছেন, তাদের মধ্যে কমপক্ষে দুজন ব্যক্তি দমকলকর্মী সেজে লুট করতে গিয়েছিলেন বলে জানানো হয়েছে।এ অবস্থায় সবাই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পুলিশের কর্মকর্তারা।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি ন্যাশনাল গার্ডের আরও সদস্য চেয়েছেন। ৪০০ জন এর মধ্যেই কাজ করছে।ক্যালিফোর্নিয়া গভর্নর গেভিন নিউসন এর আগে এক হাজার অতিরিক্ত ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের ঘোষণা দেন।
শেরিফ লুনা সাংবাদিকদের বলেন, মালিবু এলাকায় আমি একজনকে দেখলাম একেবারে দমকলকর্মীর মতো। তিনি বসেছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তিনি ঠিক আছেন কি না। বুঝতেই পারিনি যে তাকে হ্যান্ডকাফ পরাতে হবে।
তিনি বলেন, আমরা তাকে পুলিশে দিয়েছি। কারণ তিনি দমকলকর্মীর মতো পোশাক পরে ছিলেন, যদিও তিনি বাহিনীর কর্মী নন। তিনি একটি বাড়িতে লুটপাট করছিলেন। এমন পরিস্থিতি আমাদের মোকাবিলা করতে হচ্ছে।