অস্ত্র কারখানায় বিষ্ফোরণ; নিহত ৮

বিষ্ফোরণ
  © সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্র কারখানায় বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে তা পাঁচ কিলোমিটার দূর থেকে শোনা গেছে। বিস্ফোরণের পর উদ্ধারকারীরা জীবিতদের সন্ধান করছেন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন বলে জানানো হয়েছে।

ভান্ডারার জেলা প্রশাসক সঞ্জয় কোলতে বলেন, বিস্ফোরণের পর অস্ত্র কারখানায় চাপা পড়েছেন অন্তত ১২ জন কর্মী। এখনও পর্যন্ত তাদের মধ্যে দু’জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদেরও ধ্বংসস্তূপ থেকে বের করে আনার চেষ্টা চলছে।  

বিস্ফোরণের পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানান, রাজ্যের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।  নাগপুর থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে যাচ্ছে।