ভারতের কর্ণাটকে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৮:৫১ AM , আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫, ০৮:৫১ AM

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পুলিশ গত ২৪ জানুয়ারি সকালে তাঁর মরদেহ উদ্ধার করে। স্থানীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ওই তরুণী ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন এবং তাঁর কাছে বাংলাদেশি পাসপোর্ট বা অন্য কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ওই তরুণীর নাম নাজমা, তিনি বিবাহিত এবং তাঁর স্বামীর সাথে বেঙ্গালুরুতে থাকতেন। ২৪ জানুয়ারি সকালে রামমূর্তি নগরের কালকেরে লেকের কাছে তাঁর মরদেহ পাওয়া যায়। নাজমার স্বামী, সুমন, তথ্য নিশ্চিত করেছেন যে তাঁর স্ত্রীর কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না, তবে সুমন নিজে ভারতে বৈধভাবে বসবাস করছেন এবং তাঁর কাছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। সুমন জানিয়েছে, তাঁদের তিনটি সন্তান রয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, ২৩ জানুয়ারি নাজমা তার সহকর্মীকে জানিয়েছিলেন যে ব্যক্তিগত কিছু কাজ রয়েছে, যার কারণে তিনি দেরি করে বাড়ি ফিরতে পারবেন। তবে রাতে তিনি বাড়ি না ফিরলে সুমন রামমূর্তি নগর থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরবর্তীতে ২৪ জানুয়ারি সকালে নাজমার মরদেহ পাওয়া যায় এবং প্রথমিক তদন্তে জানা যায় যে তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পুলিশের ফরেনসিক দল এবং ডগ স্কোয়াড ঘটনাস্থলে পরিদর্শন করেছেন এবং তদন্ত শুরু হয়েছে।