মালয়েশিয়ায় বাংলাদেশি ১০ ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

মালয়েশিয়া
  © সংগৃহীত
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশি ১০ জন ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। তারা কুয়ালালামপুরের বিভিন্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে ধরা পড়েন। গত ২৩ জানুয়ারি মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট ডিভিশনের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে একজনের কাছে পরিষেবা খাতের অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস ছিল, ছয়জনের কাছে ছিল নির্মাণ খাতের অস্থায়ী পাস এবং দুজন অতিরিক্ত সময় ধরে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। অন্য একজনের কাছে কোনো বৈধ ভ্রমণ নথি ছিল না। অভিযানে ৫০২ ধরনের অনিবন্ধিত ওষুধ জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২ লাখ ৬৫ হাজার ১৯২ রিঙ্গিত।

তাদের কাছে পাওয়া গিয়েছে জাল চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ, যা বাংলাদেশ থেকে অবৈধভাবে মালয়েশিয়ায় আনা হয়েছিল এবং প্রবাসী রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য ব্যবহার করা হতো। গ্রেপ্তারকৃতরা রেস্টুরেন্ট বা খুচরা দোকানগুলোতে বসে ছদ্মবেশে এই কার্যক্রম চালাতেন এবং প্রতিটি চিকিৎসা সেবা বা ওষুধ বিক্রির জন্য ৫০ থেকে ২০০ রিঙ্গিত পর্যন্ত চার্জ নিতেন। এই অবৈধ কার্যক্রম প্রায় এক বছর ধরে চলছিল।

ইমিগ্রেশন আইন ও ড্রাগস কন্ট্রোল আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।