আজ মুক্তি পাচ্ছে ২০০ ফিলিস্তিনি
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০২:১২ PM , আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫, ০২:১২ PM

যুদ্ধবিরতির পর ইসরায়েলের কারাগার থেকে দ্বিতীয় দফায় আরও ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে আজ (২৫ জানুয়ারি)। এই বন্দিবিনিময়ের মাধ্যমে হামাস চারজন ইসরায়েলি নারী সেনা সদস্যকে গাজা উপত্যকায় মুক্তি দেবে। এর আগে, গত রবিবার যুদ্ধবিরতির প্রথম দিন তিনজন ইসরায়েলি বন্দির বিনিময়ে ৯০ জন ফিলিস্তিনি মুক্তি পেয়েছিলেন।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, মুক্তি দেওয়া চারজন নারী সেনার নাম প্রকাশ করেছে হামাস—করিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া, নাআমা লেভি, এবং লিরি আলবাগ। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় এই সেনা সদস্যরা গাজার সীমানায় একটি পর্যবেক্ষণ পোস্টে ছিলেন এবং একই দিনে হামাস তাদের বন্দি করে গাজায় নিয়ে যায়।
হামাসের বন্দি বিষয়ক মিডিয়া অফিস জানায়, আজ ২০০ বন্দি মুক্তি দেওয়া হচ্ছে, যাদের মধ্যে ১২০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ৮০ জন দীর্ঘমেয়াদি সাজা ভোগকারী।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস আকস্মিকভাবে ইসরায়েলের সীমান্তে হামলা চালালে ইসরায়েল পাল্টা আক্রমণ শুরু করে, যার ফলে গাজায় দীর্ঘ ১৫ মাসের যুদ্ধ চলতে থাকে। ইসরায়েলের হামলায় ৪৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারায়, এবং ১ লাখেরও বেশি মানুষ আহত হন। এরপর যুক্তরাষ্ট্র, মিসর এবং কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির জন্য হামাস ও ইসরায়েল সম্মত হয়।