আমার শরীরে ভারতীয় ডিএনএ রয়েছে: ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০১:৩৯ PM , আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫, ০১:৩৯ PM

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোয়ো সুবিয়ান্তো সম্প্রতি ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর আয়োজিত এক ভোজসভায় মন্তব্য করেছেন যে, তার শরীরে ভারতীয় ডিএনএ রয়েছে। তিনি বলেন, "সবাই জানে, যখন আমি ভারতীয় গান শুনি, তখন আমি নাচতে শুরু করি।"
গতকাল রবিবার (২৬ জানুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
এদিন তিনি দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং পরদিন শনিবার রাতে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত ভোজসভার অতিথি ছিলেন। সেখানে তিনি জানান, কয়েক সপ্তাহ আগে তার জেনেটিক সিকোয়েন্সিং এবং ডিএনএ টেস্ট করা হয়েছিল, এবং তাতে প্রমাণিত হয়েছে যে তার শরীরে ভারতীয় উপাদান রয়েছে।
এই মন্তব্যটি শুনে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন। ভোজসভায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী এবং সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুবিয়ান্তো আরও বলেন, "ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে একটি দীর্ঘ এবং প্রাচীন সম্পর্ক রয়েছে। আমাদের ভাষার অনেক অংশই সংস্কৃত থেকে এসেছে এবং আমাদের দৈনন্দিন জীবনে ভারতীয় সভ্যতার প্রভাব গভীরভাবে বিদ্যমান। আমি বিশ্বাস করি, এটি আমাদের জেনেটিক্সের একটি অংশ।"
এছাড়া, দুই দেশের মধ্যে সমুদ্রপথে নিরাপত্তা বিষয়ক সহযোগিতা বৃদ্ধির জন্যেও আলোচনা হয়েছে। মালাক্কা প্রণালী এবং সিঙ্গাপুর প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াতের জন্য আরও সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন ভারত ও ইন্দোনেশিয়া।