আরও ১১০ ফিলিস্তিনি মুক্তি পাচ্ছে আজ

ফিলিস্তিনি
  © ফাইল ছবি
দীর্ঘ ১৫ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় তৃতীয় দফায় আরও ১১০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। এর বিনিময়ে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস মুক্তি দেবে ৩ জন ইসরায়েলি এবং ৫ জন থাই নাগরিককে, যারা জিম্মি ছিলেন। আজ, ৩০ জানুয়ারি, বন্দিদের মুক্তি কার্যকর হবে।

ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার ১১০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। ১৯ জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে এটি তৃতীয় বন্দিবিনিময়।

এদিকে, বন্দিদের তালিকা প্রকাশ করে সংগঠনটি জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে ৩০ জনের বয়স ১৮ বছরের নিচে, ৩২ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং ৪৮ জন বিভিন্ন মেয়াদে কারাগারে বন্দি ছিলেন। মুক্তি পাওয়া ২০ জন বন্দিকে নির্বাসনে পাঠানো হবে।

এছাড়া, বন্দিরা রামাল্লার রাদানা এলাকায় দুপুর নাগাদ পৌঁছানোর কথা রয়েছে। এর আগের দুটি বন্দিবিনিময়ে ৭ ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ২৯০ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল, যাদের অধিকাংশই ফিলিস্তিনি ছিলেন, তবে একজন জর্ডানিয়ানও ছিলেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, শনিবার চতুর্থ বন্দিবিনিময়ে ৩ জন ইসরায়েলি পুরুষ মুক্তি পাবে হামাসের কাছ থেকে।